পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আট গায়েবি মামলায় চট্টগ্রাম নগর বিএনপির আরো ১৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। বিগত ২০১৮ সালে নগরীর বায়েজিদ বোস্তামি থানায় পুলিশ বাদী হয়ে এ আটটি মামলা করে। বিএনপি এসব মামলাকে গায়েবি মামলা বলে দাবি করছে। এ নিয়ে গত কয়েকদিনে গায়েবি মামলায় শতাধিক নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হলো। এদিকে ১৬ নেতাকর্মীকে কারাগারে প্রেরণের প্রতিবাদে আদালত এলাকায় তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেছে নগর বিএনপি।
জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্তরা হলেন-মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, বিএনপি নেতা ডা. ফরহাদ হোসেন, রুহুল আমিন, হাসান সওদাগর, মনজুরুল আলম, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মনজুর হোসেন, এরশাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, সহ-প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন ভ‚ট্টো, হুমায়ুন কবীর, সদস্য মোহাম্মদ নাছির, ছাত্রদল নেতা ফখরুল ইসলাম শাহীন, স্বেচ্ছাসেবক দল নেতা আকবর হোসেন, খাজা স্বপন।
চট্টগ্রাম মহানগর আদালতের পিপি মোহাম্মদ ফখরুদ্দীন চৌধুরী বলেন, নাশকতার আটটি মামলায় বিএনপির নেতাকর্মীরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। তারা মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষে আমি বিরোধিতা করি। এসব মামলায় ১০ জন আসামিকে বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনায় আদালত জামিন দেন বলে জানান মোহাম্মদ ফখরুদ্দীন চৌধুরী। আদালত শুনানি শেষে ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গায়েবি মামলায় একের পর এক বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠানোর প্রতিবাদ সমাবেশে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশে সরকার করোনাকালেও বিএনপির নেতাদের কারাগারে পাঠাচ্ছে। উচ্চ আদালতে জামিন থাকা সত্তে¡ও সরকার তাদের কারাগারে পাঠিয়েছে। সমাবেশে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, অ্যাডভোকেট আবদুস সাত্তার, অ্যাডভোকেট সাত্তার সরোয়ার, ইয়াছিন চৌধুরী লিটন, মনজুর আলম মনজু, কামরুল ইসলাম, আবদুল বাতেন, রফিকুল ইসলাম, আবু মুছা বক্তব্য রাখেন।
অপরদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৬ নেতাকর্মীকে কারাগারে প্রেরণের প্রতিবাদ এবং তাদের মুক্তি দাবি করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, দক্ষিণ জেলা বিএনপির আহŸাায়ক আবু সুফিয়ান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।