Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিথ্যা ও গায়েবি মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে

নির্বাচনী সভায় সৈয়দ একরামুজ্জামান

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাসিরনগর উপজেলা চাতলপাড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ এস একে একরামুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় চাতলপাড় কলেজ মাঠে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাবারক হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান সুখন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এস এম সাফি মাহমুদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভপতি মোঃ ওমরাও খান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ আবদাল আহমেদ, কায়েস চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, উপজেলা যুবদল আহবায়ক সৈয়দ আবু সারোয়ার, উপজেলা ছাত্রদল সভাপতি নাসিরউদ্দিন।

সভায় কেন্দ্রীয় নেতা আজিমুল হক তৌহিদ, ইব্রাহিম ভুইয়া রেনু, শেখ হুমায়ুন কবির, সাবেক ছাত্রনেতা তৌহিদ মোজাম্মেল হোসেন, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক এডভোকেট ইয়াসিন পাঠান, জিয়াউল করিম সোহেল, আরাফাত উল্লাহ, আবজাল হোসেন, সাইদুল ইসলামসহস্থানীয় দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় প্রধান অতিথি বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে মিথ্যা ও গায়েবী মামলায় পুলিশ গ্রেফতার করছে এবং হুমকি প্রদান করে আতংক সৃষ্টি করছে। সরকার দলের সমর্থিত নেতাকর্মীরা নানা হুমকি দিচ্ছে। আপনাদের সমর্থনে একাদশ জাতীয় সংসদ নিবার্চনে ধানের শীষ প্রতীক ভোট দিয়ে আমাকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এ সময় চাতলপাড় ইউনিয়ন দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গায়েবি মামলায় বিএনপি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ