Inqilab Logo

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বনদস্যুদের হামলায় ফটিকছড়িতে নিহত ১

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

চট্টগ্রামের ফটিকছড়িতে বনদস্যুদের হামলায় এক বাগানমালী নিহত এবং তিনজন আহত হয়েছেন। গতকাল (বুধবার) উত্তর বন বিভাগের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন হাসনাবাদ রেঞ্জের তারাখোঁ বিটে এ ঘটনা ঘটে। নিহত বাগানমালীর নাম মোঃ আব্দুস ছালাম (৫৬)। আহত তিনজনের মধ্যে ফরেস্ট গার্ড মোঃ সাদেক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অপর দু’জনকে ফরেস্ট গার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা বখতেয়ার নূর সিদ্দিকী জানান, টহল দানকালে দখলদাররা তাদের উপর অতর্কিতে হামলা করে। এ হামলায় ঘটনাস্থলে মারা যান বাগানমালী আব্দুস ছালাম। অন্য তিনজনকে মারাত্মক আহত করা হয়েছে।
এ ব্যাপারে ভূজপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত বাগানমালী মো. আব্দুস ছালাম ফটিকছড়ি উপজেলার তারাখোঁ গ্রামের মৃত মোঃ কুতুব উদ্দিনের ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ