Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাড়া জাগিয়েছে ‘স্ত্রী’

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

সবার ধারণা ছিল ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ ফিল্মটিই চলতি সপ্তাহে যা দর্শক আকর্ষণ করবে। বাস্তবে ‘স্ত্রী’ গড়ের চেয়ে বেশি দর্শক হলে টেনেছে। গত শুক্রবার মুক্তিপ্রাপ্ত আরেক ফিল্ম ‘রাজমা চাওল’ দর্শক টানতে ব্যর্থ হয়েছে। থ্রিলার ‘স্ত্রী’ পরিচালনা করেছেন অমর কৌশিক। এতে অভিনয় করেছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, অপরশক্তি খুরানা, অভিষেক ব্যানার্জি, পঙ্কজ ত্রিপাঠী এবং একটি নৃত্যদৃশ্যে নোরা ফতেহি। শুক্রবার ৬.৮২ কোটি রুপি দিয়ে যাত্রা শুরু করে সপ্তাহান্তে ফিল্মটি আয় করেছে ৩১.২৬ কোটি রুপি। সোমবার ফিল্মটি আয় করেছেন ৪.৭৫ কোটি রুপি। চলচ্চিত্রটি প্রশংসিত হয়েছে। ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ সিরিজের তৃতীয় চলচ্চিত্র ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ পরিচালনা করেছেন নবনিয়াত সিং। অ্যাকশন কমেডিটিতে ফিল্মটিতে অভিনয় করেছেন সানি দেওল, ধর্মেন্দ্র, ববি দেওল, কৃতি খারবান্ডা, আসরানি, সতীশ কৌশিক, রাজেশ শর্মা এবং অতিথি ভূমিকায় আছেন সালমান খান, সোনাক্ষি সিনহা, শত্রু ঘন সিনহা এবং রেখা। ১.৭৫ কোটি রুপিতে আয়ের খাতা খুলে ফিল্মটি সপ্তাহান্ত পর্যন্ত ৭.২৫ কোটি রুপি আয় করেছে। সোমবার ফিল্মটির আয় ১.২৫ কোটি রুপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছবি

১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ