Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে ১৪টি শেড

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩০ এএম | আপডেট : ১২:১৪ পিএম, ৫ সেপ্টেম্বর, ২০১৮

মঙ্গলবার রাতে হঠাৎ টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে ১৪ টি শেড পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

এতে টেকনাফ- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে উৎকণ্ঠা ও রোহিঙ্গা পল্লীতে আতঙ্ক বিরাজ করছে। উগ্রবাদী সশস্ত্র কিছু রোহিঙ্গারা হঠাৎ নাশকতা শুরু করেছে বলে মনে করা হচ্ছে। এর নেপথ্য কতিপয় এনজিও কাজ করছে বলেও অভিযোগ উঠেছে।

ইতোমধ্যে রোহিঙ্গাদের অপহরণ করে হত্যা, হত্যার চেষ্টা, মুক্তিপণ বাণিজ্যের মত অপরাধও রোহিঙ্গারা শুরু করেছে। তারা এখন পুরোপুরি সহিংস মনোভাব নিয়ে এগুচ্ছে। এর নেপথ্যে কারা তা খতিয়ে দেখা এখন সচেতন মহলের দাবী।

টেকনাফ থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া জানান, হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ওমানী শেডে রাতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে ১৪ টি শেড পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ