Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে দুই হত্যাকান্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪৭ এএম

ম্যানহোলে নারীর অর্ধগলিত লাশ
ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় টাকা লেনদেনকে কেন্দ্র করে দুইজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে ডেমরায় আফাজ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে ও পুরান ঢাকার ইসলামবাগে প্লাস্টিক দানা ব্যবসায়ী সেলিম হোসেনকে (৫০) হত্যা করা হয়েছে। এ ছাড়া পৃথক ঘটনায় খিলগাঁওয়ের গোড়ানের একটি ম্যানহোল থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার ও ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ওয়াজেদ মিয়া (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
ডেমরা থানার এসআই রুহুল আমিন জানান, ডেমরার পূর্ব ডগাইরে টাকা লেনদেনের বিরোধে আফাজ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জেনেছেন। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে পূর্ব ডগাইরের ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আফাজ উদ্দিন ডেমরার ডগাইর পূর্বপাড়া ঈদগাহ এলাকার স্থায়ী বাসিন্দা। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ চারজনকে গ্রেফতার করে।
এসআই জানান, রান্নাঘর তৈরি করার জন্য আফাজউদ্দিনের ছেলে রুবেলকে ১০/১২ হাজার টাকা দিয়েছিল গ্রেফতারকৃতরা। কিন্তু যথাসময়ে রান্নাঘর তৈরি না করে সময়ক্ষেপন করলে উভয়পক্ষের মধ্যে মনকষাকষি হয়। এ নিয়ে গত ৩১ আগস্ট হাতাহাতির ঘটনা ঘটেছিল। বিষয়টি নিয়ে মিমাংসা না হওয়ায় গত সোমবার রাতে আবারও তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন আফাজ উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এসআই আরও জানান, ঘটনার পর আফাজ উদ্দিনের ছেলে রুবেল বাদী হয়ে সাতজনকে আসামী করে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- আল জাবেদ (২৫), নুর আলম (৪৮), জাহাঙ্গীর (৪৮) শাহ আলম (৪৬) ও জাবেদের বোন বিথি আক্তার (১৮)। সংঘর্ষে তারা আহত হয়েছেন বলে জানা গেছে। এ দিকে ময়নাতদন্ত শেষে গতকাল নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চকবাজার থানা সূত্র জানায়, গত সোমবার রাতে চকবাজারের ৯৭/৫ ইটাওয়ালাঘাটের কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন সেলিমের ওপরে হামলা করে। এ সময় তারা সেলিমকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকবাজান থানার ওসি শামীম অর রশিদ জানান, ঘটনার পর পুলিশ গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটক করা হবে বলে তিনি জানান। তবে হামলায় জড়িত থাকার অভিযোগে কামরুল নামে একজনকে আটক করা হয়েছে বলে প্রত্যাক্ষদর্শী সূত্রে শোনা গেছে।
নিহতের স্ত্রী রীনা আক্তার জানান, প্রতিবেশী আলতাফ দীর্ঘদিন ধরে তার স্বামীকে তাদের বাড়িটি আলতাফের কাছে বিক্রি করে দিতে নানাভাবে চাপ প্রয়োগ করে আসছে। এ নিয়ে তার স্বামীকে টাকা ধার দেয়ার উছিলায় বাড়িটি লিখিয়ে নেয়ার চেষ্টা করেছে বহুবার। কিন্তু তার স্বামী বাড়ি বিক্রি করতে রাজী না হওয়ায় আলতাফ তার লোকজন নিয়ে সোমবার রাতে বাসার সামনে তার স্বামীকে ছুরিকাঘাত করে জখম করে হত্যা করেছে। নিহত সেলিমের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি প্লাস্টিক দানার ব্যবসা করতেন বলে স্ত্রী জানান। এদিকে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. নওশাদ মাহমুদ নিহত সেলিমের লাশের ময়নাতদন্ত করেন। ছুরিকাঘাতেই সেলিমের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, গতকাল সকাল ৯টার দিকে খিলগাঁওয়ের গোড়ান এলাকার একটি ম্যানহোল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ওসি জানান, সকালের দিকে স্থানীয় লোকজন রাস্তা দিয়ে চলাচলের সময় তিতাশ রোডের একটি ম্যানহোল থেকে পঁচা দুর্গন্ধ বের হলে তাদের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম্যানহোলের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে ওই নারীকে হত্যার পর লাশ ম্যানহোলে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এদিকে, রাজধানীর ভাটারায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে ওয়াজেদ মিয়া (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে ভাটারার নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী আরিফ জানান, ওয়াজেদ মিয়া পটুয়াখালীর বাউফল এলাকার বাসিন্দা, গতকাল সকালে ওই ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় ওয়াজেদ। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ