Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা কম

কাল দিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্র্র বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

নয়া দিল্লিতে আগামী কাল থেকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠেয় ২+২ সংলাপ থেকে উভয় পক্ষই কমিউনিকেশন এন্ড কমপ্যাটিবিলিটি এন্ড সিকিউরিটি এগ্রিমেন্ট (কমকাসা)-এর ব্যাপারে নীতিগতভাবে সম্মত হওয়ার ঘোষণা দিতে পারে। তবে এ নিয়ে কোন চুক্তি সাক্ষরের সম্ভাবনা কম। দুই পক্ষের কর্মকর্তারা এমনই ইংগিত দিয়েছেন।
বিষয়টি সম্পর্কে অবহিত এক কর্মকর্তা বলেন, ‘এখনো কাজ চলছে। কোন ধরনের ঘোষণা আশা করা হচ্ছে না। দুই পক্ষের আইনজীবীরা খসড়াটি যাচাই করছেন। এই সপ্তাহে খসড়ায় কিছু সামঞ্জস্য আনা হয়।’
শেষ মুহূর্তের আলোচনা
আরেক কর্মকর্তা বলেন, চুক্তির রূপরেখা নিয়ে একমত হওয়া গেলেও কিছু সুনির্দিষ্ট ভাষাগত উদ্বেগ নিয়ে শেষ মুহূর্তের আলোচনা চলছে। এখন পর্যন্ত বলা যাচ্ছে না ২+২ সংলাপে কোন চুক্তি সই হবে কি না।
কূটনৈতিক সূত্রগুলো চুক্তি সইয়ের আশা করলেও তারা বলছেন যে এখন পর্যন্ত বাস্তবতা স্পষ্ট নয়। ভারত যখন লজিস্টিকস এক্সচেঞ্জ এমওইউ সই করেছিলো তখনও একই পরিস্থিতি দেখা গিয়েছিলো। ২০১৬ সালের এপ্রিলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ্যাশ কার্টারের নয়া দিল্লি সফরকালে উভয় পক্ষ ‘নীতিগত সম্মতি’র কথা ঘোষণা করে। পরের আগস্টে তৎকালিন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ওয়াশিংটন সফরে গেলে চুক্তিটি সই হয়েছিলো।
ভারতকে মেজর ডিফেন্স পার্টনারের মর্যাদা দিয়েছে ওয়াশিংটন। তবে বলছে যে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সর্বাধুনিক প্রযুক্তি পেতে হলে কিছু মৌলিক চুক্তি করা খুবই গুরুত্বপূর্ণ।
কমকাসা চুক্তি দুই সামরিক বাহিনীর মধ্যে নিরাপদ যোগাযোগের সুবিধা দেবে এবং ভারতের কাছে এনক্রিপটেড কমিউনিকেশন সিস্টেম বিক্রির অনুমতি পাওয়া যাবে।
তবে এই চুক্তি যুক্তরাষ্ট্রকে ভারতের নিরাপদ যোগাযোগ চ্যানেলে প্রবেশের সুবিধা করে দেবে বলে দীর্ঘদিন ধরে আশংকা করা হচ্ছে। এই ভীতি কাটিয়ে ভারত ক্রমেই চুক্তি স্বাক্ষরের পথে এগিয়ে যাচ্ছে। সূত্র : এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ