Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহ জেলা কারাগারে হাজতীর আত্মহত্যার চেষ্টা

ঝিনাইদহ জেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ঝিনাইদহ জেলা কারাগারে শহিদুজ্জামান (৩০) নামে এক হাজতি নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে। মঙ্গলবার দুপুরে কারাগারের নবগঙ্গা ভবনে এ ঘটনা ঘটে। শহিদুজ্জামান জানান, ৪ মাস আগে মাদক মামলায় ঝিনাইদহ জেলা কারাগারে আসেন তিনি। এরপর থেকে কারাগারের অন্যান্য আসামীরা তার সাথে খারাপ ব্যবহার ও কটুক্তি করে আসছিল। মঙ্গলবার দুপুরে ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় কারা কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. ফাল্গুনী রানী সাহা জানান, শহিদুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা কারাগারের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেন নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যার চেষ্টা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ