মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের মধ্য প্রদেশের রাইসেনে গরু নিয়ে বিবাদে এক ব্যক্তির হাত কেটে নিয়েছে তার প্রতিপক্ষ। নির্যাতনের শিকার ৩৫ বছর বয়সি ওই ব্যক্তিকে প্রথমে একটি গাছের সঙ্গে বাঁধা হয়। তারপর তার দুই হাত ডালের সাথে বেঁধে তলোয়ার দিয়ে কোপ দিয়ে হাত কেটে ফেলা হয়। কয়েকটি হারানো গরু নিয়ে তর্কাতর্কির পর ৫ সদস্যের প্রতিপক্ষ পরিবার রোববার এ ভয়াবহ কাণ্ড ঘটায়। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল প্রেম নারায়ণ সাহুর কয়েকটি গরু। এ বিষয়ে খোঁজ নিতে সাত্তু যাদবের খামারে যায় সাহু। পরে তর্কাতর্কির এক পর্যায়ে তাদের মধ্যে মারপিট শুরু হয়। পুলিশ কর্মকর্তা রাজেন্দ্র কুমার দুর্ভে বলেন, ‘নির্যাতনের শিকার সাহু তার প্রতিবেশী সাত্তু যাদবের বাড়ির আঙিনায় প্রবেশ করলে একজন আরেকজনকে গালাগাল করতে থাকে এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। পরে মারপিট তীব্র আকার ধারণ করলে যাদব ও তার পরিবারের আরো চার সদস্য সাহুকে আটক করে খামারের কাছে একটি গাছের সাথে দুই হাত পাশে প্রসারিত করে বাঁধে। পরে সাহুর দুই হাত তলোয়ার দিয়ে কেটে ফেলে। এতে তার এক হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আরেকটি হাত আংশিক ঝুলে ছিল।’ রাজেন্দ্র কুমার দুর্ভে জানান, ঘটনার সময় সাহু চিৎকার করলেও সেখানে উপস্থিত গ্রামবাসী তার সাহায্যে এগিয়ে যাননি। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং সাহুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। - এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।