Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতের উত্তর প্রদেশে বন্যায় ১৬ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৮, ২:৩৫ পিএম

শনিবার ও রোববারের টানা বৃষ্টিপাতে রাজ্যের ১৬টি জেলায় বন্যা দেখা দিয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

এসব জেলার মধ্যে শাহজাহানপুরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে ছয় জনের মৃত্যু হয়েছে।

গোয়ালিয়র বিমান ঘাঁটি থেকে হেলিকপ্টার নিয়ে এসে দুর্গত এলাকায় উদ্ধার কাজ শুরু করেছে ভারতীয় বিমান বাহিনী। তারা বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া ১৪ ব্যক্তিকে ললিতপুর ও ঝাঁসি জেলা থেকে উদ্ধার করেছে।

উত্তর প্রদেশ রাজ্য সরকারের প্রকাশ করা তথ্যানুযায়ী, সিতাপুর জেলায় তিন জনের এবং আমেথি ও অরাইয়া জেলায় চার জনের মৃত্যু হয়েছে। ৪৬১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি বর্ষা মৌসুমে উত্তর প্রদেশে বন্যা ও বৃষ্টিপাতে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় ‘ভারি থেকে খুব ভারি বৃষ্টিপাত’ হতে পারে বলে জানানো হয়েছে।

খরা প্রবণ বুন্দেলখাণ্ডের ললিতপুর জেলার তালবেহাত তেহশীলের একটি গ্রামে আটকা পড়া লোকজনকে উদ্ধার করেছে ভারতীয় বিমান বাহিনী। অপরদিকে ঝাঁসি জেলায় বেত্রা নদীর একটি চড়ে আটকা পড়া আট জেলেকেও উদ্ধার করেছে তারা। ব্যাপক বৃষ্টিপাতের পর নদীর পানি বেড়ে গিয়ে ওই জেলেরা আটকা পড়েছিলেন।

ভয়াবহ বন্যায় ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় মারাত্মক ক্ষয়ক্ষতি হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই দেশটির উত্তর প্রদেশে বন্যা দেখা দিল। গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় কেরালায় সাড়ে তিনশরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

পাশাপাশি ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে, ফসল ও অবকাঠামো ধ্বংস করে বন্যা ১৯ হাজার ৫০০ কোটি রুপির ক্ষয়ক্ষতি করেছে বলে ভাষ্য কেরালা সরকারের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ