Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক ছাড়ার প্রতিশ্রুতি দিয়ে দম্পতির আত্মসমর্পণ

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রামের এক দম্পতি। গতকাল (রোববার) নগরীর সদরঘাট থানার নছু মালুম লেন সর্দার গলিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসকান্দর আলম ওরফে মোস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী রুমা আক্তার এ প্রতিশ্রুতি দেন। এই দম্পতির মাদক ব্যবসা ছেড়ে ‘স্বাভাবিক জীবনে ফেরা’ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কয়েকশ লোক উপস্থিত ছিল।
সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বলেন, মাদক ব্যবসা ছেড়ে তারা স্বাভাবিক জীবনে ফিরতে আগ্রহের কথা জানায়। আমরাও তাতে খুশি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী, সাবেক কাউন্সিলর জহির আহম্মদ চৌধুরী এবং ওসি ওই দম্পতিকে কিছু আর্থিক সহায়তাও দেন। এসকান্দরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা আছে। মামলাগুলো স্বাভাবিক নিয়মে আইনগত প্রক্রিয়ায় চলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ