Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রয়টার্স সাংবাদিকদের মুক্তির দাবিতে ইয়াঙ্গুনে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মিয়ানমারে আটক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের রায় আজ সোমবার ঘোষণা করবে ইয়াঙ্গুনের আদালত। এর আগে শনিবার অন্যতম শহর ইয়াঙ্গুনে তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে শ’ শ’ মানুষ অংশগ্রহণ করে। রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যার তথ্য সংগ্রহের সময় আটককৃত ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি সংগ্রহের অভিযোগ আনা হয়েছে। আদালতে দোষী প্রমাণিত হলে তাদের ১৪ বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে। রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার কালো কাপড় পরিহিত বিক্ষোভকারীরা আটক সাংবাদিকদের ছবি সম্বলিত ব্যানার, পতাকা ও বেলুন নিয়ে মিছিলে যোগ দেয়। সে সময় তারা শ্লোগান দেয়, ‘খবর জানার অধিকার, জনগণের অধিকার’। এছাড়া কয়েকজনের বহন করা ব্যানারে লেখা ছিল ‘অবিলম্বে কারাবান্দি সাংবাদিকদের মুক্তি দাও, অবিলম্বে মুক্তি দাও’। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ