বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিনিয়র-জুনিয়র দ্ব›েদ্ব রাজধানীর উত্তরায় মেহেদী হাসান (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা। গত শুক্রবার রাতে দক্ষিণখানের কেসিও হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
দক্ষিণখান থানা পুলিশ জানায়, মেহেদী এক সময় স্থানীয় একটি স্কুলে পড়ালেখা করতো। বছরখানেক আগে সে গ্রামের বাড়ি পটুয়াখালী চলে যায়। সম্প্রতি সে দক্ষিণখানের আনারবাগ এলাকায় তার বন্ধু নাজমুল ইসলামের বাসায় বেড়াতে আসে। নাজমুল ও তার বন্ধুদের সঙ্গে স্থানীয় কিশোর-তরুণদের আরেকটি গ্রুপের বিরোধ ছিল। এ নিয়ে শুক্রবার কেসিও হাসপাতালের সামনে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় প্রতিপক্ষের লোকেরা গ্যাসের চুলার একাংশ দিয়ে মেহেদির মাথায় আঘাত করলে সে মাটিতে পরে যায়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দক্ষিণখান থানার (ওসি) তপন চন্দ্র সাহা জানান, এ ঘটনায় স্বজনরা মামলা করেছে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, গতকাল সকালে পল্লবীর বারনটেক থেকে সাইফুল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তার বাবার নাম জহিরুল ইসলাম। বাড়ি শেরপুর সদরে। পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মঈনুল কবির জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সুনিশ্চিতভাবে জানা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।