Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন প্রতিহত করতে নতুন ষড়যন্ত্রে নেমেছে যুক্তফ্রন্ট সাংবাদিকদেরকে নাসিম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

১৪-দলীয় জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জুডিশিয়াল ক্যুতে ব্যর্থ হয়ে নির্বাচন প্রতিহত করতে নতুন ষড়যন্ত্রে নেমেছে যুক্তফ্রন্ট। নাসিম এ-ও বলেন, ১৮  সেপ্টেম্বর  থেকে ১৪ দল মাঠে নামবে।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  মোহাম্মদ নাসিম একথা বলেন।
নাসিম বলেন, নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। যখনই নির্বাচন আসে, ভোটের মাধ্যমে জনগণের রায়  নেওয়ার সময় আসে, তখনই একটি অশুভ মুখচেনা মহল তৎপরতা শুরু করে দেয়। নির্বাচন করা জনগণের অধিকার, নির্বাচনে অংশগ্রহণ করাও একটি রাজনৈতিক দলের অধিকার। জনগণের রায়কে সবাই হাসিমুখে বরণ করে নেবে, এটাই চিরাচরিত নিয়ম।
নাসিম বলেন, তথ্যপ্রযুক্তির যুগে নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করার সুযোগ নেই। সে ব্যাপারে দেশবাসী যেমন সজাগ, তেমনি সংবাদমাধ্যমও সজাগ। সাবেক প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনসহ কয়েকজনের নতুন জোট করা নিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আজকে ফ্রন্ট হচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা  তো অনেককে চিনি। অত্যন্ত ঘৃণার সঙ্গে বলতে হয়, অত্যন্ত উদ্বেগের সঙ্গে বলতে হয়, যাঁরা কিছুদিন আগেও এখানে জুডিশিয়াল ক্যু করার চেষ্টা করেছিলেন।
জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদ একাংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাসদের অপর অংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ