Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলনবিলে নৌকাডুবিতে নিখোঁজ ৪

চাটমোহর (পাবনা) থেকে আফতাব হোসেন | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আনন্দভ্রমণে ঈশ্বরদী থেকে চলনবিলে গিয়ে নৌকাডুবিতে চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় চলনবিলের পাইকপাড়া এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজরা হলেনÑ ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়ন পরিষদের সচিব কলাম লেখক মোশাররফ হোসেন মুসার স্ত্রী শাহানাজ পারভিন (৪৫), ঈশ্বরদীস্থ ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী বেলাল হোসেন গণি (৫৫), তার স্ত্রী শিউলি খাতুন (৩৮) এবং ঈশ্বরদীর অরণকোলা এলাকার শফিকুল ইসলামের ছেলে কাউছার শেখ (৪২)। নৌকাডুবির পর আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত মোশাররফর হোসেন মুসা জানান, ঈশ্বরদী ও কুষ্টিয়া থেকে সঙ্গীত শিল্পী, বিজ্ঞানী, ব্যবসায়ীসহ তাদের পরিবার পরিজন নিয়ে ২৪ জন ছুটির দিনে একটি নৌকায় চড়ে চলনবিলে আনন্দভ্রমণে বের হন। তারা পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ সংলগ্ন ভাঙ্গাড়া ঘাট থেকে ইঞ্জিনচালিত একটি নৌকায় চড়ে চলনবিলের তাড়াশ, বড়াল ব্রিজসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তাদের বহনকারী নৌকাটি পাইকপাড়া নামক স্থানে এলে হঠাৎ শক্ত কিছু একটার সঙ্গে ধাক্কা লাগে। এসময় নৌকার তলা ফুটো হয়ে নৌকাটি ডুবে যায়। নৌকা যাত্রীদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ