প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মিসির আলিকে নিয়ে নির্মিত প্রথম চলচ্চিত্র দেবী মুক্তি দেয়ার কথা ছিল ৭ সেপ্টেম্বর। সিনেমাটির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান তা পিছিয়ে দিয়েছেন। তিনি জানান, ৭ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি দিচ্ছেন না। দর্শকদের অপেক্ষা করতে হবে আরও এক মাস। শেষ মুহূর্তে এসে আলোচিত মুক্তির তারিখ পিছিয়ে দেয়ার কারণ হিসেবে জয়া আহসান বলেন, ‘আপনারা জানেন সিনেমাটি সরকারি অনুদান এবং আমার সি-তে সিনেমার যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। তাই আমরা চাই সিনেমাটি আগে অনুদান কমিটির সদস্যরা দেখবেন। সেন্সর বোর্ডের বিজ্ঞ জুরিবোর্ড দেখবেন। তাদের মতামত পাওয়ার পরপরই একটি ভালো দিনে মুক্তি দিতে চাই। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের মাঝামাঝি সময়ে বড় পর্দায় দেশের বড় বড় প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি দেওয়ার ইচ্ছে রাখি। তিনি বললেন, এটি এখন শুধু একটি চলচ্চিত্র নয়, দেবী আমার কাছে একটি স¤পদ। আমার শুভাকাক্সক্ষীদের জন্য বড় উপহার। আর এই উপহার শুভদিনে শুভক্ষণেই দর্শকদের কাছে তুলে দিতে চাই। হুমায়ূন আহমেদ এবং তার সৃষ্ট মিসির আলি, রানু, আনিস, নীলু, সাবেত চরিত্রগুলো বড় পর্দায় দেখার জন্য আমি মুখিয়ে আছি। আমি নিশ্চিত আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই আগ্রহের প্রতি সম্মান রেখেই আরেকটি মাস আপনাদের কাছে চাইছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।