Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনে রুশপন্থী নেতা নিহত উত্তেজনা, পুতিনের নিন্দা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

পূর্ব ইউক্রেনে রুশপন্থি বাহিনীর প্রধান আলেকজান্ডার জাখারচেঙ্কো এক বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। রাশিয়া এ হত্যাকান্ডের জন্য সরাসরি ইউক্রেন সরকারকে দায়ী করেছে। স্বঘোষিত দোনেস্ক পিপলস রিপাবলিকের নেতা শুক্রবার পূর্ব ইউক্রেনের দোনেস্ক শহরের একটি ক্যাফেতে এক বিস্ফোরণে নিহত হন। বিস্ফোরণে আঞ্চলিক অর্থমন্ত্রী আলেকজান্ডার তিমোফেইয়েভসহ আরো তিনজন আহত হয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন শুক্রবার রাতে নিহত জাখারচেঙ্কোর পরিবারের কাছে পাঠানো এক শোকাবার্তায় রুশপন্থি এ নেতাকে ‘সাহসী পুরুষ ও খাঁটি নেতা’ বলে অভিহিত করেছেন। তিনি জাখারচেঙ্কোর কাপুরুষোচিত হত্যাকান্ডের নিন্দা জানান। রুশপন্থি বাহিনী ঘোষণা করেছে, বিস্ফোরণের পর ইউক্রেনপন্থি বেশ কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা এ হামলাকে ইউক্রেনের ‘সুস্পষ্ট আগ্রাসন’ বলে অভিহিত করে এর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ হত্যাকান্ডের জন্য ইউক্রেন সরকারকে দায়ী করে বলেছেন, কিয়েভ সরকার বেশিরভাগ সময় এ ধরনের হত্যাকান্ডের মাধ্যমে নিজের বিরোধীদের দৃশ্যপট থেকে বিদায় করে। তিনি বলেন, ইউক্রেন সরকার মিনস্ক সমঝোতা বাস্তবায়ন করে শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানের পথ পরিহার করে সন্ত্রাসী কায়দায় সমস্যার সমাধান করতে চায়। তবে কোনো কোনো সূত্র এই রুশপন্থি নেতার হত্যাকান্ডকে ‘অভ্যন্তরীণ মতপার্থক্যের’ ফসল বলে দাবি করেছে। এসব সূত্র বলছে, এই হত্যাকান্ডের পেছনে মস্কোর হাত থাকতে পারে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ