Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাত্রাবাড়ী থেকে জেএমবি সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৮, ১২:৩৫ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ী থেকে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, রাজ্জাক নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির সদস্য। গতকাল সকালে ইলিশ পরিবহন কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্র জঙ্গীবাদী বই, প্রচার পত্র, সমরাস্ত্র প্রশিক্ষণ ম্যানুয়াল উদ্ধার করা হয়। র‌্যাব আরও জানায়, যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার এজাহারনামীয় আসামি আব্দুর রাজ্জাক।
র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান জানান, গোপন সংবাদে জানা যায় যাত্রাবাড়ী হয়ে জেএমবির এক সদস্য দক্ষিণাঞ্চলে যাবে। এমন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থেকে মাওয়াগামী বাসস্ট্যান্ডে র‌্যাব অবস্থান নেয়। পরে ইলিশ পরিবহন কাউন্টারের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, ৩১ জুলাই সূত্রাপুর এলাকায় নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতিগ্রহণের বৈঠককালে র‌্যাবের অভিযানের সংবাদ পেয়ে পালিয়ে যায় আব্দুর রাজ্জাক। তার বাড়ি মাদারীপুরের শিবচরে। সে তার অপর সহযোগীদের সহায়তায় লোকচক্ষুর অগোচরে পদ্মার দুর্গম চরে ছাগল, টার্কি মুরগী ও খামার ব্যবসার আড়ালে জঙ্গী কার্যক্রম পরিচালনা ও প্রশিক্ষণ দিয়ে থাকে। এ ছাড়াও তার এক সহযোগি সাকিবসহ নিরাপদ স্থানে থেকে গ্রাম্য সহকারী ও গ্রাম্য চিকিৎসকের কাজের আড়ালে জঙ্গী কার্যক্রম পরিচালনা করতো। আব্দুর রাজ্জাক জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সংগ্রহ এবং ধর্মীয় জঙ্গীবাদে যোগ দেয়ার জন্য নিরীহ লোকজনদের আহ্বান করে আসছে বলে র‌্যাব জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেএমবি

১৭ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ