Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতার মেয়াদ বৃদ্ধি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৮, ১২:৩৫ এএম

ভারতের আসাম রাজ্যে সশস্ত্র বাহিনীকে দেয়া বিশেষ ক্ষমতার মেয়াদ ছয় মাস বৃদ্ধি করা হয়েছে। নাগরিকত্ব তালিকা এনআরসি’র চূড়ান্ত সংস্করণ প্রণয়ন ও প্রকাশের কাজ নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। গত বুধবার এক বিবৃতিতে রাজ্য সরকার এ কথা জানিয়েছে। 

বর্তমানে পুরো রাজ্যে অস্থিরতা বিরাজ করছে। তাই এনআরসি হালনাগাদ প্রক্রিয়া অব্যাহত রাখতে সতর্কতামূলক এ পদক্ষেপ। এ কথা জানিয়েছে রাজ্য সরকার।
গত বছরের সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে আসাম ও মনিপুরে উগ্রবাদ ঠেকাতে বিশেষ ক্ষমতা পায় সশস্ত্র বাহিনী। মেয়াদ বৃদ্ধির ফলে আসামে এ সিদ্ধান্ত আগামী ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এদিকে, গতকাল বৃহস্পতিবার থেকে রাজ্যের চূড়ান্ত তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন ও যাচাই-বাছাইয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত পিছিয়ে গেছে সে তারিখ। সূত্র: পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ