Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনী প্রচারণায় নেমেছেন চিত্রনায়ক শাকিল খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৮, ১২:৩৫ এএম

অনেক আগেই আগামী জাতীয় নির্বাচন করবেন বলে জানিয়েছিলেন চিত্রনায়ক শাকিল খান। তিনি আওয়ামী লীগ থেকে নির্বাচন করার ইচ্ছা ব্যক্ত করেছিলেন। বাগেরহাট ৩ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে নির্বাচনে অংশ নিতে চান তিনি। শুধু তাই নয় মনোনয়ন পাওয়ার বিষয়েও দারুণ আশাবাদী তিনি। এরইমধ্যে মাংলায় গণসংযোগ শুরু করেছেন তিনি। গত সপ্তাহে তিনি বাগেরহাট-৩ নির্বাচনী আসন বন্দর নগরী মংলায় দিনভর গণসংযোগ চালান। বিকেলে উপজেলার চটেরহাট এলাকায় প্রচারণা সভায় বক্তব্যে তিনি বলেন, নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) গ্রিন সিগন্যাল দিয়েছেন তাই এলাকায় নেমে পড়েছি। জনগণের কাছে যাচ্ছি, দোয়া চাচ্ছি ভালো সমর্থনও পাচ্ছি। শাকিল খান বলেন, আওয়ামী লীগের সরকারের সময় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরাই বিতাড়িত। অনেক নেতাকর্মীরা কষ্টের মধ্যে আছে, তারা দেশে থাকতে পারে না, এলাকায়ও থাকতে পারেন না। এটি শুনলে নিজের কাছে অনেক কষ্ট লাগে। আমি এই কথা প্রধানমন্ত্রীর কাছেও বলেছি। তবে আমি যদি আপনাদের মাঝে আসতে পারি, তাহলে আপনাদের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবো। এমপি হলে মংলা-রামপালে প্রতিটি ঘরের মানুষের জন্য চাকরির ব্যবস্থা করবো। শাকিল বলেন, আমি যে আশ্বাস দিয়ে যাচ্ছি, হয়তো অনেকে মনে করতে পারেন এখানকার সাবেক সংসদ সদস্য (বর্তমান খুলনা সিটি মেয়র) তালুকদার আব্দুল খালেকও এ কথা বলে গেছেন, বাস্তবতা হচ্ছে, হাতের পাঁচ আঙুল যেমন সমান নয়, মানুষের মন তেমন সমান নয়। কাউকে সমানভাবে দেখলে আপনারা ভুল করবেন। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে কাজ করে যাচ্ছি। প্রচারণা সভায় এসময় উপস্থিত ছিলেন, মংলা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস আলী, মোংলা পোর্ট পৌরসভার কাউন্সিলর কাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।



 

Show all comments
  • ৩১ আগস্ট, ২০১৮, ৭:৩৮ এএম says : 0
    চলচ্চিত্রে ডিমানড নেই তাই চেষ্টা করছে এম পি হওয়ার যদি শেষ মুহুতে ছককা মারা সম্ভব হয়.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ