Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৈনন্দিন জীবনে ইসলাম

| প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৮, ১২:০৫ এএম

প্রশ্ন: ইমাম যদি ভুলবশত: প্রথম রাকাতের তাকবীরগুলো দেওয়ার আগেই কেরাত পড়া শুরু করে দেন, তাহলে কী হবে?
উ: যা আলহামদু এবং কেরাত উভয়ই পড়ে ফেলেন, তাহলে রুক‚তে যাওয়ার আগে তাকবীরগুলো আদায় করে ফেলবে। আর শুধু আলহামদু পড়ার পর তাকবীরের কথা স্মরণ হলে তাকবীর দিয়ে পুনরায় আলহামদু এবং সুরাহ পড়তে হবে।
প্রশ্ন: ইমাম যদি ২য় রাকাতের তাকবীর ভুলে রুক‚তে চলে যান, তাহলে কী করবে?
উ: রুক‚তে থেকেই তাকবীর আদায় করবে। হাত উঠানো ছাড়াই।
প্রশ্ন: ঈদের নামায কাযা পড়া যায় কি?
উ: না, ঈদের নামাযের কাযা নেই। তবে ঘরের মধ্যে চার রাকাত নফল নামায অতিরিক্ত তাকবীর ছাড়া চাশতের মত পড়া যায়। (দুররে মুখতার)
প্রশ্ন: ঈদের খোতবার জন্য প্রথম মিম্বরে বসতে হবে কি?
উ: না, বসতে হবে না।
প্রশ্ন: যখন ইমাম খোতবার মধ্যে তাকবীর পড়বেন তখন মুসল্লীগণ কী করবে?
উ: তারাও তাকবীর পড়বে।
প্রশ্ন: ঈদের নামাযের সময় যদি জানাযা আসে তাহলে কোনটা আগে আদায় করতে হবে?
উ: প্রথমে ঈদের নামায। এরপর খোতবার আগে জানাযা পড়ে ফেলতে হবে।
প্রশ্ন: তাকবীরে তাশরীক কাদের ওপর ওয়াজিব?
উ: যাদের ওপর নামায ফরয তাদের জন্য তাকবীরে তাশরীক ওয়াজিব।
প্রশ্ন: তাকবীরে তাশরীকের সময়সী কী?
উ: যিলহজ্জের ৯ তারিখ থেকে ১৩ তারিখের আসর পর্যন্ত সকল ফরয নামাযের পর অন্তত: একবার উচ্চস্বরে এই তাকবীর পড়া ওয়াজিব। তাকবীরটি এই- আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। -মুফতী ওয়ালীয়ুর রহমান খান



 

Show all comments
  • rahim ৯ সেপ্টেম্বর, ২০১৮, ৮:০৫ এএম says : 0
    Allah
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ