মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা ডলারের দরপতন অব্যাহত রয়েছে। বুধবার রেকর্ড পরিমাণ দরপতনের পর বৃহস্পতিবারও সেই ধারা অব্যাহত রয়েছে। বুধবার দর ওঠানামায় প্রতিটি মার্কিন ডলার ৭০ দশমিক ৭৭ পয়সা বিক্রিতে শেষ হলেও বৃহস্পতিবার বিক্রি শুরুই হয়েছে তার চেয়েও ২৭ শতাংশ বা ১৮ পয়সা কম দামে। খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল নয়টা ২৯ মিনিটে বাজার শুরুর সময়ে ডলার বিক্রি হয়েছে ৭০ দশমিক ৬৮ রুপিতে। গত ১৩ আগস্টের পর একদিনে ডলারের বিপরীতে রুপির সর্বোচ্চ দরপতন ঘটে গত বুধবার। বার্তা সংস্থা রয়টার্স বলছে, অপরিশোধিত তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে রুপির বিপরীতে ডলারের দাম বাড়ছে। হিন্দুস্তান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।