Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষোভে ফুঁসছে সাংবাদিক সমাজ

সাংবাদিক নদী হত্যাকান্ড

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

৩ জনকে আসামি করে মামলা


পাবনায় আনন্দ টিভির সাংবাদিক সুবর্ণা নদী হত্যা মামলায় শিমলা ডায়গোনেস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেনকে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে নিহত নদীর মা মর্জিনা খাতুন বাদী হয়ে পাবনা সদর থানায় এই হত্যা মামলা দায়ের করেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল হক মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে শুধু একজন আসামীর নাম জানিয়েছেন। অপর দুইজনের নাম জানাতে অপরাগতা প্রকাশ করেন।
বিগত ২০১৭ সালের ৩ অক্টোবর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুবর্ণা নদী বলেন, মামলা করার পর আমার শ্বশুর-শাশুড়ি ও স্বামী প্রচন্ডভাবে আমার ওপর ক্ষুব্ধ হয়ে সব মামলা তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ ও হুমকি প্রদর্শন করছেন। মামলা তুলে না নিলে আমাকে জানে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। পাবনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নদী মামলা দায়ের করেছিলেন। সূত্র মতে, মামলার পর যৌতুকের টাকা নাকি নদীকে প্রদান করা হয় এবং মামলা তুলে নিতে বলা হয়।
সাংবাদিক নদী হত্যায় ফুঁসে উঠেছে সাংবাদিক সমাজ । পাবনা প্রেসক্লাবের সামনে গতকাল বুধবার দুপুরে প্রতিবাদ ও মানববন্ধন কর্মস‚চি পালন করা হয়। এই মানবন্ধনে জেলায় কর্মরত প্রিন্টিং ও ইলেট্রনিক মিডিয়ার প্রতিনিধি, সুশীল সমাজের মানুষজন অংশ গ্রহণ করেন। বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারী আঁখিনুর ইসলাম রেমন, সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক অধ্যক্ষ ও দৈনিক জোড় বাংলার সম্পাদক আব্দুল মতীন খান প্রমুখ। পরে বিভিন্ন টিভি চ্যানেলের প্রতিনিধিদের প্রশ্নের জবাব দেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি , বর্তমান কার্যকরি কমিটির সদস্য দৈনিক ইনকিলাব-এর স্টাফ রিপোর্টার মুরশাদ সুবহানী, সাবেক সেক্রেটারী, পাবনা চেম্বারের পরিচালক এনটিভি ও সমকালের স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান, একুশে টিভির প্রতিনিধি রাজউির রহমান রুমি প্রমুখ। মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ সুবর্ণা নদী হত্যার সাথে প্রকৃত জড়িত দোষীদের গ্রেফাতার করে বিচারের আওতায় আনার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম ঘোষণা করেছেন। তা না হলে বৃহত্তর কর্মস‚চি পালন করা হবে বলে জানান।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নিজ টিভি অফিস থেকে বাড়ি ফেরার পর দুর্বৃত্তরা আনন্দ টেলিভিশনের পাবনা প্রতিনিধি সুবর্ণা নদী শহরের রাধানগর মহল্লার আদর্শ বালিকা বিদ্যালয়ের পাশে একটি বাইপাস লেনে ভাড়া বাড়িতে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন বাসার কলিং বেল টিপলে তিনি দরজা খোলার সাথে সাথে তার উপর আক্রমণ করে দুর্বৃত্তরা। উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে গুরুতরভাবে জখম করে মুখোশপরা দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে দ্রুত চলে যায়। স্থানীয় লোকজন নদীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



 

Show all comments
  • Hasib ৩০ আগস্ট, ২০১৮, ১১:১৪ এএম says : 0
    এগুলো হচ্ছেটা কি দেশে!!??
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ