Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বেনাপোলে শিশু ধর্ষণের অভিযোগ

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

বেনাপোলের বারোপোতা গ্রামে ইব্রাহিম হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পলাতক রয়েছে অভিযুক্ত। আর তার পক্ষ নিয়ে বিষয়টির মীমাংসা চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। ঘটনাটি মঙ্গলবার সকালে জানজানি হয়। 

ইব্রাহিম বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের আব্দুল হান্নানের ছেলে। পুলিশ বলছে, এ বিষয়ে তারা এখনও কোনো অভিযোগ পায়নি। পুটখালি ইউনিয়ন পরিষদের সদস্য মমিন উদ্দিন বলেন, শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে ইব্রাহিম। তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। পরে শিশুটির স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়। বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ