রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, বিষ্ফোরক ও উগ্রবাদী বইসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জমাআতুল মোজাহিদীন বাংলাদেশ জেএমবির চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শঙ্কর মাইদা ত্রীমোহনী এলাকার রুস্তম আলীর ছেলে আব্দুল কাদের (৩০), শিবনগর এলাকার আক্তারুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৩০), বালুচর এলাকার কুবেদ আলী মন্ডলের ছেলে আব্দুর রহমান (৩৯) এবং গোমস্তাপুর উপজেলার চৌডালা ফেরিঘাট এলাকার সাইফুদ্দিন মন্ডলের ছেলে আকতারুল ইসলাম (৪৬)।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে র্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণ শহর এলাকায় অভিযান চালায়। এসময় একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ৪০০ গ্রাম গানপাউডার, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও কয়েকটি উগ্রবাদী বইসহ জেএমবির চার সক্রিয় সদস্য কাদের, আমিনুল, রহমান ও আকতারুলকে গ্রেফতার করে র্যাব। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জঙ্গি সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।