Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরে সেনাবহরে আইইডি হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। মঙ্গলবার ভোরে লসসিপোরার গারবুগ এলাকায় সন্ত্রাসীরা ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটিয়ে সেনাবাহিনীর সাঁজোয়া যান উড়িয়ে দেয়ার চেষ্টা করে। সন্ত্রাসীদের ওই হামলায় সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও ওই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানদের নিয়ে একটি সামরিক যান ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আইইডি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরে নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে জবাব দেয়। যদিও হামলাকারী সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। সন্ত্রাসীরা স¤প্রতি তাদের কৌশল পরিবর্তন করে সেনাবাহিনী ও নিরাপত্তাবাহিনীর টহলদারি দলের উপরে হামলা চালানো শুরু করেছে। দক্ষিণ কাশ্মীরে গত চার মাসের মধ্যে এ ধরণের হামলা এ নিয়ে দ্বিতীয়বার হল। পার্সটুডে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ