Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করলেন মা

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ১১:২৭ এএম

নিজের একমাত্র ছেলে সিরাজ আহমদ (৪২) ও তার ২ সন্ত্রাসী ছেলের বিরুদ্ধে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন বৃদ্ধা মা মাহমুদা খাতুন।
২০১৬ সালের ২০ সেপ্টেম্বর কক্সবাজার আদালতে পিতামাতার ভরণপোষণ আইনে ১ম মামলাটি করে আলোচিত হয়েছিলেন এই বৃদ্ধা মাহমুদা খাতুন। গত দেড় বছরে কোন ভরণপোষণ পাওয়ার বদলে উল্টো লাঞ্চনা-বঞ্চনাই শুধু পেয়েছে তিনি।
তাই ছেলে সিরাজ আহমদ ও তার দুই ছেলেআবদুল খালেক (২৫) ও মাহমুদুল হক (২২) বৃদ্ধাকে চরমভাবে অত্যাচার ও নির্মম ভাবে মারধর করায় ২৭ আগষ্ট সিনিয়র
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আদালতে ২য় মামলাটি দায়ের করেন তিনি।
সি.আর.-২৭১/২০১৮ মামলাটি দায়ের করলে আদালতের বিচারক রাজীব কুমার দেব মামলাটি আমলে নিয়ে উখিয়া থানার ও.সি’কে তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।
বাদীপক্ষে আইনজীবী ছিলেন এড. নুরুল ইসলাম (নূরু), এড. কফিল উদ্দীন চৌধুরী ও এড. সুরঞ্জিত পাল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদালতে মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ