রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের তেলিগ্রামে জায়গা সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে এক আমেরিকা প্রবাসীর পরিবারের ওপরে হামলা চালানোর অভিযোগে কুমিল্লার ২নং আমলি আদালতে একটি মামলা রুজু হয়েছে। মামলা দায়েরের পর থেকে প্রতিপক্ষের অব্যাহত হুমকিতে প্রাণনাশের আশঙ্কায় পালিয়ে বেড়াচ্ছে আমেরিকা প্রবাসীর পরিবার। মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আমেরিকা প্রবাসী আলাউদ্দিন ও তার ছেলে শহীদের সাথে পার্শ্ববর্তী আব্দুল মন্নানের সাথে দীর্ঘ কয়েক বছর যাবৎ জাগয়া নিয়ে আদালতে মামলা চলছে। আমেরিকা প্রবাসী আলাউদ্দিনের ছেলে শহীদ অভিযোগ করে বলেন, আব্দুল মন্নান গং-এর সাথে আমাদের জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ ও মামলা চলছে। আব্দুর রব নামে তার উচ্চ পদস্থ এক ছেলের প্রভাব খাটিয়ে আমাদের প্রশাসন ও বিভিন্ন মাধ্যমে হয়রানি করে আসছে। সাম্প্রতিক সময় সরকারের ১নং খাস খতিয়ানের একটি জায়গার বিরোধকে কেন্দ্র করে আব্দুল মন্নান গং আমাদের ওপর হামলা করে ও আমাদের বাড়িঘর ভাঙচুরের চেষ্টা করে। এই নিয়ে গত ১৯ মে আমি বাদী হয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে একটি মামলা দায়ে করি। এরপর স্থানীয় পুলিশ প্রশাসন আমাদের উভয়পক্ষকে নোটিশের মাধ্যমে অত্র জায়গার উপর শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ১৪৫ ধারা জারি করে। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল মন্নান গং গত ২০ মে আমার ওপর হামলা করে আমাকে প্রাণে মারার চেষ্টা করে। এ ঘটনায় আমি বাদী হয়ে কুমিল্লার ২নং আমলি আদালতে আরো একটি মামলা দায়ের করি। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল মন্নান গং আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিতে থাকে। বর্তমানে আমি পরিবার-পরিজন নিয়ে প্রাণ ভয়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছি। এ বিষয়ে আব্দুল মন্নানে বক্তব্যে জানতে চাইলে তিনি বলেন, শহীদের অভিযোগটি সত্য নয়। আমি আমার ছেলে আব্দুর রবের নাম ভাঙিয়ে কোন প্রভাব বিস্তার করি নাই। মামলার তদন্তকারী কর্মকতা চৌদ্দগ্রাম থানা এসআই সুজন মজুমদার জানান, আদালতের নির্দেশ অনুযায় উল্লেখিত জায়গার উপর ১৪৫ ধারা জারি করা হয়েছে। কেউ এই আইন ভঙ্গ করলে আদালতের নির্দেশ অনুযায় তার বিরুদ্ধ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।