Inqilab Logo

রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

গোলাম মাওলা রনিসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কোর্ট রিপোর্টার : মানহানির অভিযোগে সাবেক এমপি গোলাম মাওলা রনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাদী হয়ে এ মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. সাইদুর রহমান মানিক। পরে বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আগামী ৩১ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি করেন। মামলার অন্য আসামিরা হলেন- দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী ও সম্পাদক নাঈম নিজাম।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান। এ সময় আদালতে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল্লাহ আবু, ঢাকা জেলা পিপি আব্দুল মান্নান, সাবকে সভাপতি সানাউল্লাহ মিয়া, আইনজীবী সমিতির সধারণ সম্পাদক আইয়ুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক গাজী শাহ আলম, আবদুর রহমান হাওলাদার, অতিরিক্ত পিপি এ কে এম আমিন উদ্দিন মানিক, আব্দুস সাত্তার দুলাল, মোসলেহ উদ্দিন, মাহফুজা বেগম সাঈদা, সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, আইনজীবী শামীমা আখতার শাম্মী, এরশাদুল আলম জর্জ, মোশাররফ হোসেনসহ শাতাধিক প্রমুখ আইনজীবী। মামলায় অভিযোগ করা হয়, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদকীয় পৃষ্ঠায় গত ৩০ সেপ্টেম্বর খোলা কলামে গোলাম মাওলা রনির ‘সুন্দরী সুজানা, দুই বৃদ্ধ এবং এক উকিল!’ শীর্ষক একটি লেখা প্রকাশিত হয়। ওই কলামের লেখায় আইনজীবীদের কটূক্তি করা হয়েছে বলে দাবি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোলাম মাওলা রনিসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ