Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো উত্তপ্ত কাশ্মীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

৩৫এ ধারার শুনানি ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে জম্মু-কাশ্মীর। থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে ওই রাজ্যের রাজধানী শ্রীনগরে। শ্রীনগরসহ রাজ্যের বিভিন্ন এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে সোমবার সুপ্রিম কোর্টে ৩৫এ সংক্রান্ত মামলার শুনানি হবে। এরপর থেকেই ক্রমশ উত্তপ্ত হতে থাকে পরিবেশ। শুরু হয়েছে বিক্ষোভ প্রদর্শন, চলে ভাঙচুর। তীব্র আতংক ছড়িয়ে পড়েছে সমগ্র এলাকায়। বন্ধ হয়ে যায় দোকান-পাট। থমথমে হয়ে যায় শ্রীনগরের পরিবেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী নেমেছে মাঠে। যদিও সুপ্রিম কোর্টে ৩৫এ ধারা সংক্রান্ত মামলার শুনানি সোমবার হচ্ছে না। আর এদিন হওয়ার কোথাও ছিল না। এই সংক্রান্ত পিটিশনের শুনানি একসঙ্গে হবে চলতি মাসের শেষের দিকে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ