Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

গরু জবাইয়ের কারণেই কেরালায় বন্যা : পাতিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

গরু জবাইয়ের কারণেই কেরালায় বিগত একশ’ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা। কেরালার প্রতিবেশী রাজ্য কর্নাটকের বিজেপি দলীয় আইনপ্রণেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাসানগৌদা পাতিল ইয়াতনাল এ কথা বলেছেন। তবে এতেই শেষ করেননি তিনি, বলেছেন, হিন্দুদের অনুভূতিতে আঘাত দেওয়ার কারণেই কেরালার এই দুর্গতি। টানা প্রবল বর্ষণের কারণে এক শতাব্দির মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক বন্যায় কেরালায় প্রায় ৩০০ লোকের মৃত্যু ও লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। ব্যাপক এই প্রাকৃতি দুর্যোগকে গরু জবাইয়ের সঙ্গে সম্পর্কিত করেছেন ইয়াতনাল। তিনি বলেছেন, “গরু জবাই হিন্দু স¤প্রদায়ের অনুভূতির বিরুদ্ধে যায়। কারও ধর্মীয় অনুভূতিতেই আঘাত করা উচিত নয়। এখন আমরা দেখতে পাচ্ছি কেরালায় কী ঘটল, তারা প্রকাশ্যে গরু জবাই করেছিল এবং আপনারা দেখলেন এক বছরেরও কম সময়ের মধ্যে তারা এই দুর্দশার মধ্যে পড়ল। “হিন্দুদের অনুভূতিতে যারাই আঘাত করবে তারাই এভাবে শাস্তি পাবে।” এই বক্তব্যে তিনি এক বছর আগের একটি ঘটনার দিকে ইঙ্গিত করেছেন বলে জানিয়েছে এনডিটিভি। এক বছর আগে ভারতের কেন্দ্রীয় সরকার গোহত্যা ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, আর এর প্রতিবাদে কেরালার আইনপ্রণেতারা বিধানসভার ক্যান্টিনে গরুর মাংস খাওয়ার উৎসব করেছিল। এনডিটিভি।



 

Show all comments
  • রানা ৩১ আগস্ট, ২০১৮, ৬:০০ পিএম says : 0
    বিশ্বে কুসংস্কার পুণ প্রথম দেশ হলো ভারত. ভারতের বেশীর ভাগ হিন্দু কুসংস্কারে বিশ্বাস করে থাকে তাই তো হাজার সমস্যা লেগেই আছে ওদের পিছনে .
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ