পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
সিরিয়ায় আবারো সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এ হুমকি দিয়েছেন বলে শনিবার জানিয়েছে ব্লমবার্গ টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইট। খবরে বলা হয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের সঙ্গে গত বৃহস্পতিবার বৈঠক করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। ওই বৈঠকে তিনি সিরিয়ার হামলার হুমকি দেন। বোল্টন বলেন, সিরিয়ায় ইতিপূর্বে যেসব হামলা করা হয়েছে তার চেয়ে আরও বড় আকারে সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত রয়েছে ওয়াশিংটন। খবরে সত্যতার জন্য ব্লমবার্গ চারটি সূত্রের বরাত দিয়েছেন। তবে কেউই নাম প্রকাশ করতে চাননি। বোল্টন ও পাত্রুশেভের বৈঠকের বিষয়বস্তু গোপন ছিল এবং জনসমক্ষে প্রকাশ করা হয়নি। ব্লমবার্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।