মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাবা পেশায় চা বিক্রেতা। টানাটানির সংসারে তিনিই একমাত্র আয়ের উৎস। তার স্বপ্ন- চায়ের দোকান চালিয়েই দুই মেয়ের এক জনকে ডাক্তার বানাবেন, অন্য জনকে উকিল। তবে হঠাৎ স্বপ্নভঙ্গ হয়েছে ওই ব্যক্তির। বড় মেয়ে জানিয়ে দিয়েছে- চা বিক্রেতা বাবার পরিচয় নিয়ে পরিবারের সঙ্গে থাকতে চায় না সে। ঘটনাটি ভারতের। পুলিশ বলছে, তারকেশ্বর যাবে বলে গত ১৮ আগস্ট বাড়ি ছাড়ে ওই কিশোরী। কিন্তু গোটা রাত মেয়ের খোঁজ না পেয়ে একের পর এক ফোন করতে থাকেন বাড়ির লোকজন। পরদিন সকালে কিশোরী নিজেই বাড়িতে ফোন করে জানায়- সে আর ফিরবে না। সে বলে- ‘মুম্বাই চললাম। মডেলিং করব। চা বিক্রেতার মেয়ে হিসেবে এখানে কিছুই হবে না।’ সে আরও জানায়, রাজা নামের ওই যুবক তার সঙ্গে রয়েছে। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।