রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোদাগাড়ীতে অভিযান চালিয়ে শামিম (৪০) নামের এক মাদক সম্রাটকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। সে গোদাগাড়ী উপজেলার বিদিরপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে বিদিরপুর হতে হিজলতলী রাস্তায় তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম শনিবার রাতে বিদিরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় হিজলতলা রাস্তা দিয়ে শামিম মোটর সাইকেল যোগে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিলো। এসময় তার গতিরোধ করে লুঙ্গির কোমরে আটকানো পলেথিনের প্যাকেটে ২০০ গ্রাম হোরোইন উদ্ধার করে আটক করা হয় তাকে। আটকের সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম বলেন তার বিরুদ্ধে মাদকের ৪ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেলহাজতে পাঠানো হবে বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।