মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবারের পবিত্র হজ পালন করার সময় সৌদি আরবে পৌঁছার পর পটৃথক পাঁচটি স্থানে ৬৯ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এদের মধ্যে ৫৮ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন। সর্বশেষ সউদী আরবে ঈদের পরদিন বুধবার মক্কা নগরীতে শামসুল ইসলাম নামে এক হাজি ইন্তেকাল করেন।
সউদী আরবে অবস্থানরত বাংলাদেশের হজ কর্মকর্তারা জানিয়েছেন, শামসুল ইসলামের বাড়ি কুমিল্লায়। পাসপোর্ট নম্বর বিকিউ-০৯৭৭০৭৭। যে ৬৯ জন ইনন্তেকাল করেছেন তাদের মধ্যে মক্কায় ৪৬ জন, মদিনায় ৬ জন, জেদ্দায় ২ জন, মিনায় ৮ জন ও আরাফাতে ৬ জন।
চলতি বছর এক লাখ ২৭ হাজার ৭৯৮ জন বাংলাদেশি সউদী আরবে পবিত্র হজ করতে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন হজ করতে গেছেন।
হজ শেষে বাংলাদেশি হাজিরা মক্কা ও মদিনা ছেড়ে এখন জেদ্দার পথে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী সোমবার থেকে। জেদ্দা থেকে ঢাকার পথে শেষ ফ্লাইট আকাশে উড়বে আগামী মাসের ২৬ তারিখে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।