Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামঞ্জে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লক্ষীপুর আঞ্চলিক অফিস | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

লক্ষীপুরে রামগঞ্জে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, ডাকাতি ও হত্যাসহ ১২ মামলার আসামি মুরাদ হোসেনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করছে পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে মুরাদ হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত মুরাদ হোসেন সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ফতেহ ধর্মপুর এলাকার মৃত জালাল আহমদের ছেলে ও লাদেন বাহিনীর সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার সকালে রামগঞ্জ-চাটখিল সীমান্তবর্তী বিষ্ণুপুর এলাকায় রাস্তার পাশে মুরাদ হোসেনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়ররা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আটটি গুলির চিহ্ন পাওয়া যায়। রাতের কোনোএকসময় প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যার পর লাশ রাস্তার পাশে ফেলে যায় বলে জানান পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ