মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গেরিলাসহ দুইজন নিহত ও এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকার গাদোলে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। অনন্তনাগ জেলার এসএসপি আলতাফ খান জানিয়েছেন, সংশ্লিষ্ট এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে সেখানে সেনাবাহিনী ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রæপের জওয়ানরা যৌথভাবে তল্লাশি অভিযান চালালে গেরিলারা গুলিবর্ষণ শুরু করে। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয়। ঘটনাস্থলে তিন গেরিলা লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এরইমধ্যে এক গেরিলার লাশ উদ্ধার হলেও তার পরিচয় জানা যায়নি। ওই ঘটনায় ইয়াওয়ার আহমদ নামে এক বেসামরিক ব্যক্তি গুলিবিদ্ধ হলে তাকে অনন্তনাগ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কর্তৃপক্ষ অনন্তনাগ জেলার সংশ্লিষ্ট এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।