Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কামারপল্লীতে টুংটাং শব্দ

পাবনা থেকে মুরশাদ সুবহানী | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

পবিত্র ঈদুল আযহার আর মাত্র কয়েকদিন বাকি। কামাররা ব্যস্ত সময় পার করছেন। বছরের এই সময়ই তাদের কাজ-কর্ম বেশী হয়। কোরবানীর পশু জবাই করার জন্য লোহাজাত অস্ত্রপাতি টুংটাং শব্দে তৈরী করছেন, পাবনার বিভিন্ন এলাকার কামার শিল্পীরা। পাবনার নাকালিয়া বাজারে শিপন, মো: রমজান আলী ও শুভাষ এই তিনজন কামার শিল্পীর এখন দমফেলার সময় নেই। তৈরী করছেন, গরু জবাইয়ের জন্য বড় ছুরি, খাসি জবাই করার মাঝারী আকারের ছুরি, পশুর গোশত কাটার জন্য চাপাতি, চামড়া ছেলার জন্য ছোট- চাকু ছুরি ইত্যাদি। এই সব জিনিসের মধ্যে চাপাতি ও বড় ছুরির দাম বেশী । চাপাতি একটি সাড়ে ৪শত টাকা, বড় ছুরি ৩শত টাকা, মাঝারি ছুরি ২শত টাকা, ছোট ছুরি ৫০ থেকে ৬০ টাকা দাম ধরে নিয়ে যাচ্ছেন, পাইকারী ব্যবসায়ীরা। ব্যক্তিগতভাবে যারা অর্ডার দিয়ে এগুলো তৈরী করে নিচ্ছেন, তাদের কাছ থেকে তুলনামূলক দাম কিছু কম রাখা হচ্ছে। মো: রমজান আলী জানালেন, কামারদের সেই দিন এখন আর নেই। সারা বছর খুব একটা কাজ-কর্ম হয় না। বছরের দুই ঈদে বিশেষ করে কোরবানীর ঈদে কাজের চাপ বাড়ে। লোহা কিনে এগুলো বিক্রি করে শ্রম-ঘামে লাভ যা হয় তা দিয়ে কোন মতে ঈদের খরচ উঠে। শুভাষ জানালেন, তিনি লাভের টাকা জমিয়ে পূজায় ব্যয় করবেন। রমজান আলী ইতোমধ্যেই স্ত্রী-সন্তানদের জন্য নতুন পোশাক কিনেছেন। চাঁদ রাতের আগে চাল-ডাল, তেল নুন কিনবেন পবিত্র ঈদের দিনের জন্য। শিপন আর রমজান আলী এবার কোরবানি দিতে পারছেন না। পাড়া মহল্লার মালতে এদিন কাজ করে গোশত পাবেন, তাই দিয়ে ঈদ হবে। এতেই তারা খুশী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কামার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ