Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিলুপ্তির পথে কামারশিল্প

কুষ্টিয়া থেকে এস এম আলী আহসান পান্না | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:০৭ এএম

নানা সমস্যা, সঙ্কট ও প্রয়োজনীয় উপকরণের অভাবে আজ কামারশিল্প বিলুপ্তির পথে। কামারশিল্পের কাঁচামাল-উপকরনের মূল্য বৃদ্ধি, তৈরী পণ্যের চাহিদা কম ও অর্থ সঙ্কটসহ বিভিন্ন প্রতিকূলতার কারণে কুষ্টিয়া সদর উপজেলাসহ মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, খোকসা ও কুমারখালী উপজেলার প্রত্যান্ত গ্রামাঞ্চলে বাংলার ঐতিহ্যবাহী কামারশিল্প আজ হারিয়ে যেতে বসেছে। এক সময় এ জেলার তৈরীকৃত দ্রব্যাদি দিয়ে দেশের বিভিন্ন জেলায় রপ্তানী হতো। জেলার বিভিন্ন উপজেলার হাটবাজারে প্রচুর কামারশিল্প গড়ে উঠেছিল।
বর্তমানে কামারশিল্পে দুর্দিন নেমে এসেছে। কামারশিল্পের দৈন্যদশা সম্পর্কে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর গ্রামের নান্টু কুমার কর্মকারের সাথে কথা বললে তিনি জানান, ‘পুঁজির অভাব, প্রয়োজনীয় উপকরণ লোহা, কয়লার দাম বেশি হওয়ায় মজুরির দাম ওঠেনা। বেচা বিক্রিও কম। তাই অনেকেই এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে। পৈত্তিক পেশা তাই ছাড়তে পারছি না। আঁকড়ে ধরে আছি। সরকারি ও বেসরকারীভাবে প্রয়োজনীয় সহায়তা পেলে এ পেশার মাধ্যমে অনেক পরিবার স^চ্ছলভাবে চলতে পারত। অপর দিকে কামারশিল্প ফিরে পেত তার হারানো ঐতিহ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কামারশিল্প
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ