Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিজ জিতেই ফিরছে ‘এ’ দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

প্রথম দুই ম্যাচে নেমেছিলেন চার নম্বরে। দুবারই আউট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে মোহাম্মদ মিঠুন শেষ ম্যাচে নামলেন ওপেনিংয়ে। এবার খেললেন মাত্র ৩৯ বলে ৮০ রানের বিস্ফোরক ইনিংস। তাতে ১৮৪ রানের বড় লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ‘এ’ দল জিতল অনায়াসেই। ডাবলিনে তৃতীয় ও শেষ আনঅফিসিয়াল টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ ‘এ’ দল জিতল ২-১ ব্যবধানে।
প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ, দ্বিতীয়টা আইরিশরা। শেষ ম্যাচটা হয়ে দাঁড়িয়েছিল তাই সিরিজ নির্ধারণী। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ১৮ ওভারে। টস জিতে ব্যাট করতে নেমেছিল আইরিশরা। মোহাম্মদ সাইফউদ্দিনের গতির সামনে খুব একটা সুবিধা করতে পারছিলো না স্বাগতিকরা। তবে পোর্টারফিল্ডের (৭৮) দৃঢ়তায় লড়াইয়ে পুঁজি পায় আয়ারল্যান্ড। সাইফ ৪ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ‘এ’ দলকে উড়ন্ত সূচনা এনে দেন মিঠুন ও অধিনায়ক সৌম্য সরকার। এই দুজনের ব্যাটে আট ওভারেই বাংলাদেশ ছুঁয়ে ফেলে একশ। ২৩ বলে ফিফটি তুলে নেন মিঠুন। সৌম্য অবশ্য ফিফটি থেকে ৩ রান দূরে থাকতে ফিরেছেন। বাঁহাতি ব্যাটসম্যান ৩০ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৭ করে ফিরলে ভাঙে ১১৭ রানের উদ্বোধনী জুটি। এরপর দ্রæতই ফেরেন নাজমুল হোসেন শান্ত (৬) ও জাকির হাসান (১৩)। এর মাঝে মাত্র ৩৯ বলে ৭ চার ও ৬ ছক্কায় ৮০ রানের আলো ঝলমলে ইনিংস খেলে ফেরেন মিঠুন। শেষ দিকে দ্রæত উইকেট হারানোর কোনো প্রভাব অবশ্য পড়তে দেননি আল-আমিন জুনিয়র ও মুমিনুল হক। দুজন ২৫ রানের জুটিতে ৭ বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। আল-আমিন ১৩ বলে ২১ ও মুমিনুল ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন। ৫৭, ১১ ও ৪৭- তিন ম্যাচে ১১৫ রান করে সিরিজসেরা হয়েছেন সৌম্য সরকার।
‘উইন্ডিজের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ নয়’
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের ওপর দারুণ চটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিবিআই)। রাগ, ক্ষোভ ও আর্থিক ক্ষতি জমিয়ে রাখেনি বোর্ড কর্মকর্তারা। বরং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ৮ বছর কোনো ধরনের দ্বিপক্ষীয় সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বোর্ডের ওয়ার্কিং কমিটি। গতকাল হায়দারাবাদে বোর্ডের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে এমন সিদ্ধান্তের কথা জানায়। স¤প্রতি ওয়ানডে সিরিজ খেলার পরই ভারত সফর শেষ করে দেশে ফিরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দল। বাকি ছিল তিন টেস্ট আর একটি টি-২০। যাতে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর বোর্ডটি। মিডিয়ার খরব অনুযায়ী প্রায় ৪০০ কোটি রুপি ক্ষতি হয়েছে বিসিসিআই’র।
শুধু এই দ্বিপক্ষীয় সিরিজ বাতিলই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আইনি ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত নিযেছে ভারতীয় বোর্ড। যদিও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের আইপিএলে খেলার বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণের কথা পরিষ্কার করে বলেনি বোর্ড। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের পরিবর্তে ভারত সফরে আসতে রাজি হওয়ায়, শ্রীলঙ্কা ক্রিকেটকে ধন্যবাদ জানিয়েছে ভারতীয় বোর্ড।
চলতি বছরের ২ নভেম্বর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ খেলতে নামছে ভারত। এই সফরের জন্য ভেন্যুও ঠিক করে ফেলেছে ভারত। কটক, হায়দারাবাদ, রাঁচি, কলকাতা ও আহমেদাবাদ এই পাঁচটি ভিন্ন ভেন্যুতে হবে সিরিজের পাঁচ ম্যাচ। এত অল্প সময়ের মধ্যে শ্রীলঙ্কা ভারতে আসার জন্য রাজি হওয়ায়, আগামী বছর জুলাই-আগস্ট নাগাদ শ্রীলঙ্কা সফরে যাবে মহেন্দ্র সিং ধোনি অ্যান্ড কোং। এমনটাই ই-মেইল মারফত জানিয়েছেন বোর্ড সচিব সঞ্জয় প্যাটেল।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজের আগে নিয়মিত অধিনায়ক ধোনিকে বিশ্রাম দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ধোনির পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন বিরাট কোহলি। দলে উইকেটরক্ষক হিসেবে অন্তর্ভুক্তি মিলেছে ঋদ্ধিমান সাহার। এছাড়া আরও রয়েছেন বরুন অ্যারন ও রবিচন্দ্র অশ্বিন। ভারতের স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), শেখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, ঋদ্ধিমান সাহ, অশ্বিন, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, অমিত মিত্র, মুরালি বিজয়, বরুন অ্যারন ও অক্সার প্যাটেল। রবিচন্দ্র অশ্বিন। ভারতের স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), শেখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, ঋদ্ধিমান । রায়না, আম্বাতি রাইডু, ঋদ্ধিমান ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিজ

১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ