Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামে ৪০ লাখ বাংলাভাষীর নাগরিকত্ব পূনর্বহাল করতে হবে -বাংলাদেশ খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৮, ৭:০৩ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, ভারতের আসামে ৪০ লাখ বাংলাভাষী বিশেষ করে মুসলমানদের নাগরিকত্ব বাতিল ও বিতাড়ন সিদ্ধান্ত অমানবিক স্বৈরশাসকের অপকর্ম। রাষ্ট্র সকলের এবং নাগরিকত্ব মানবাধিকার যা হরণ ও বিতাড়নের অধিকার কোনো সরকারের নেই। আজ প্রদত্ত বিবৃতিতে তাঁরা বলেন, অপরাজনীতির কারণে আল্লাহ প্রদত্ত সব মানুষের প্রাকৃতিক অধিকার নাগরিকত্ব অস্বীকার করার মাধ্যমে স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। যদিও রাষ্ট্র সব মানুষের, এক ধর্ম বা বিশেষ জাতির নয়, এটা গোষ্ঠিবাদি অপরাজনীতি ও মানবতার বিরুদ্ধে অপরাধ। নেতৃবৃন্দ বলেন, একমাত্র মানবতার রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থাই সব সংকটের সমাধান ও সব মানুষের অধিকার-স্বাধীনতা-মর্যাদার ভিত্তিতে নিরাপদ- জীবন এবং শান্তিময় রাষ্ট্র ও দুনিয়া গড়ে তোলার পথ। অথচ আসামের ৪০ লাখ বাংলাভাষী নাগরিকের বিশেষ করে মুসলমানদের নাগরিকত্ব হরণ করে মুদি সরকার গণতন্ত্র ও মানবতা লঙ্গন করেছে। অতএব বিশ্বের সর্বত্র মানবতার রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে মানবতাবাদী বিশ্ববাসীকে বিশেষ করে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে মুদি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসামে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ