Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামে ফের জঙ্গি হামলা ১ পুলিশ কর্মী নিহত রাজ্যজুড়ে হাই অ্যালার্ট

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কোকরাঝাড়ে জঙ্গি হামলার পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের রক্তাক্ত ভারতের আসাম রাজ্য। গতকাল ভোররাতে কার্বি আংলং-জেলার রংবংওয়েতে পুলিশ ছাউনিতে গুলি চালায় সন্ত্রাসীরা। এতে এক পুলিশ কর্মী নিহত হয়। জখম হন আরও একজন। তবে এ ঘটনা জঙ্গি হামলা কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
এর আগে শুক্রবার রাতে পূর্ব আসামের তিনসুকিয়া জেলার পার্বতীপুর গ্রামে কীর্তনের অনুষ্ঠানে এলোপাথাড়ি গুলি চালায় পাঁচ থেকে ছয়জন জঙ্গির একটি দল। ঘটনাস্থলেই মৃত্যু হয় একই পরিবারের দুই সদস্যের। গুলিতে জখম হন আরও আটজন। উলফার স্বাধীনতাকামী গোষ্ঠীর সদস্যরা এই হামলা চালিয়েছে বলে পুলিশের অনুমান।
গতকাল সকালে আসামের শিবসাগরে বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করে দেয় পুলিশ। একটি জনবসতিপূর্ণ এলাকা থেকে উদ্ধার হয় শক্তিশালী আইইডি। সেনাবাহিনীর বম্ব ডিস্পোজাল স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরকটি নিস্ক্রিয় করে। স্বাধীনতা দিবসের আগে অস্থিরতা তৈরি করতেই জঙ্গিরা বারবার হামলা চালাচ্ছে বলে মনে করছেন গোয়েন্দারা। সে কারণে আসামজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সূত্র : জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসামে ফের জঙ্গি হামলা ১ পুলিশ কর্মী নিহত রাজ্যজুড়ে হাই অ্যালার্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ