Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত ৬

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৮, ১১:৫৮ এএম
খাগড়াছড়ি শহরে দুই পক্ষের গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, শহরের স্বনির্ভর বাজার এলাকায় আজ সকাল সাড়ে ৮টার দিকে গোলাগুলি শুরু হয়।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক (আরএমও) নয়নময় ত্রিপুরা বলেন, পাঁচজনকে নিহত অবস্থায় আর চারজনকে আহত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
অন্য তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এদিকে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ ও সেনাসদস্যরা। তবে থেকে থেকে গোলাগুলি হচ্ছে।
কারা এই গোলাগুলিতে জড়িয়েছে সে সম্পর্কে জেলা প্রশাসক বলেন, “ইউপিডিএফের প্রসিত গ্রুপ ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এই দুই পক্ষ গোলাগুলিতে জড়িত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”
পুলিশ সুপার আলী আহমদ খান পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় ব্যস্ত রয়েছেন জানিয়ে বলেন, “পরে বিস্তারিত জানাব।”
ওই এলাকায় নিজ বাড়িতে থাকেন ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য অমল বিকাশ ত্রিপুরা।
তিনি বলেন, “আমরা আতঙ্কগ্রস্ত অবস্থায় আছি। ঘর থেকে বের হতে পারছি না।”


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাগড়াছড়িতে

১৪ ফেব্রুয়ারি, ২০২২
১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ