Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা

২০১৩ সালের ১১ নভেম্বর খাগড়াছড়ি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সমাবেশে যোগদান করতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসার পথে নেতাকর্মীদের গাড়িবহরে হামলা-অগ্নিসংযোগ, গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ এবং সরকারি কাজে বাধা দেয়া ও বিভিন্ন সময়ে নাশকতার ১০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মিঠুন চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে জেলা সদরের অপর্ণা চৌধুরীপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক মিঠুন চাকমা পার্বত্য শান্তিচুক্তিবিরোধী অনিবন্ধিত আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অন্যতম সংগঠক এবং সে মৃত স্বপন কিশোর চাকমার ছেলে। খাগড়াছড়ির পুলিশ সুপার মো: মজিদ আলী জানান, দীর্ঘদিন ধরে পলাতক ছিল মিঠুন চাকমা। সে অগ্নিসংযোগ ও বিস্ফোরণসহ নানা নাশকতার সাথে সরাসরি জড়িত। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সমাবেশে যোগদান করতে আসার পথে নেতাকর্মীদের গাড়িবহরে হামলা ও বাধাদানের ঘটনায় প্রায় ৫ শতাধিক ইউপিডিএফ নেতাকর্মীকে আসামি করে জেলার ৮টি থানায় ১৭টি মামলা দায়ের করে পুলিশ ও হামলায় আহত নেতাকর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা গ্রেফতার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ