Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসিহীন আর্জেন্টিনা, নেইমারকে নিয়েই ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৮, ৬:১৫ এএম

ঠিক এমন খবরই বাতাসে ভেসে বেড়াচ্ছিল কয়েকদিন ধরে। আগামী মাসে যুক্তরাষ্ট্রে গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা করেছেন আপৎকালীন কোচ লিওনেল স্কালোনি ও সহকারী কোচ পাবলো আইমার। দলে নেই অধিনায়ক লিওনেল মেসির নাম। তার মানে, আর্জেন্টিনা দল থেকে মেসির সাময়িক অবসরের গুঞ্জন সত্যি হলো। তবে ব্রাজিলের প্রীতি ম্যাচে ঠিকই আছে নেইমারের নাম।
আর্জেন্টিনা দলে মেসি না থাকায় সুযোগ মিলেছে মাউরো ইকার্দির। দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ড হোর্হে সাম্পাওলি বিশ্বকাপের দলে নেননি। একরাশ হতাশা নিয়ে বিশ্বকাপ শেষ করা দল থেকে বাদ পড়েছেন নিকোলাস ওটামেন্ডি, এভার বানেগা, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইনরা। আক্রমণভাগের শূন্যস্থা পূরণে ইকার্দির সঙ্গে আছেন ক্লাব সঙ্গী লাউতারো মার্টিনেজ। ফরোয়ার্ড লাইনে তৃতীয় ব্যক্তি ডিয়েগো সিমিওনের ছেলে জিওভানি সিমিওনে।
একই সময়ে যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এজন্য কোচ তিতে বেশ কয়েকজন নতুন মুখকে দলে ডেকেছেন। গ্যাব্রিয়েল জেসুস, ফার্নান্দিনহো, মার্সেলো, মিরান্ডা, এডারসন, পাওলিনহো, ফার্নান্দিনহোর মতো বেশ কয়েকজন অভিজ্ঞদের বিশ্রাম দিয়ে ডাকা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার আন্দ্রেয়াস পেরেইরা ও বার্সায় নাম লেখানো আর্থারকে। বিশ্বকাপের দল থেকে নেইমারের সঙ্গে আছেন কুতিনহো, আলিসন, থিয়াগো সিলভারা।

আর্জেন্টিনা দল
গোলরক্ষক : রোমেরো, আরমানি, রুই
ডিফেন্ডার : গ্যাব্রিয়েল মারকাদো, মার্কোস আকুনা, ফুয়েনস মরি, পেজ্জেলে, নিকোলাস তাগলিয়াফিকো, এদুয়ার্দো সালভিও, অ্যালান ফ্রাঙ্কো, ক্যানেমান, লিওনেল ডি প্লাসিদো ও ফাব্রিসিও বুস্তোস
মিডফিল্ডার : ম্যাক্সিমিলিয়ানো মেসা, মাতিয়াস ভার্গাস, ফ্রাঙ্কো কার্ভি, ফ্রাঙ্কো ভাসকেজ, জিওভান্নি লো সেলসো, লিওনার্দো পারাদেস, সান্তিয়াগো আস্কাসিবার, রদ্রিগো বাট্টালিয়া, এজেকুয়েল পালাসিওস ও গঞ্জালো মার্টিনেজ
ফরোয়ার্ড : ক্রিস্টিয়ান পাভোন, অ্যানহেল কোরেয়া, লাউতারো মার্টিনেজ, মাউরো ইকার্দি, জিওভানি সিমিওনে, পাউলো দিবালা

ব্রাজিল দল
গোলরক্ষক : আলিসন, হুগো, নেতো
ডিফেন্ডার : ফাগনার, ফাবিনহো, অ্যালেক্স সান্দ্রো, ফিলিপে লুইস, থিয়াগো সিলভা, দেদে, মারকিনহোস, ফেলিপ
মিডফিল্ডার : কাসিমিরো, আর্থার, ফ্রেড, আন্দ্রেয়াস পেরেইরা, লুকাস পাকেইতা, ফেলিপে কুতিনহো, রেনাতো আগুস্তো, ডগলাস কস্তা, উইলিয়ান, এভারটন
আক্রমণ : নেইমার, পেদ্রো, ফিরমিনো

 



 

Show all comments
  • ১৮ আগস্ট, ২০১৮, ৮:৩০ এএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেনmessi charao argantina balo team
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ