Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৮, ১২:৩৮ এএম

নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার পুকুর থেকে গতকাল শুক্রবার নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মরিয়ম আক্তার (৬) নামের ওই শিশুটি ওই আবাসিক এলাকার খাল পাড় বস্তির বাসিন্দা মফিজুর রহমানের মেয়ে। তাদের গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়া এলাকায়। বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, বৃহস্পতিবার বিকাল থেকে মরিয়মকে পাওয়া যাচ্ছিল না। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল সকালে পুলিশ ওই পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। খেলতে গিয়ে পা পিছলে সে ওই পুকুরে পড়ে গিয়েছিল বলে মনে হচ্ছে। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পিতার অভিযোগ তার কন্যাকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। শিশু মরিয়মের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ