বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর বংশালের লুৎফর রহমান লেন থেকে মোবারক বাতিজ (১৭) নামের এক কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ভোরে লুৎফর রহমান লেনের সুদেরঘাট জামে মসজিদ গলির ১০৭ নম্বর বাসার পাশের রাস্তা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মৃত মোবারক গুলিস্তান ফ্লাইওভারের নিচে ফুটপাতে জুতা বিক্রি করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মোহনপুর গ্রামে। তিনি সাইনবোর্ড এলাকায় থাকতেন।
বংশাল থানার এসআই মাহবুব হোসেন জানান, গতকাল ভোরে মোবারককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার দুই বন্ধু শামিম ও প্রিন্স। পরে তারা মোবারককে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এসআই আরো জানান, মোবারকের চোখের বাম পাশে ছিদ্র হয়ে ভেতরে রড ঢুকে গেছে মতো একটি আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া কাত হয়ে পড়ে যাওয়ায় তার মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।