Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালায় বাঁধ ভেঙে তলিয়ে গেছে ঘের, ঘরবাড়ি : সড়ক প্রকৌশলীসহ ১২ জনের নামে দুদকের মামলা

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা থেকে | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৮, ১২:০৬ এএম

সাতক্ষীরার তালার দোহার গ্রামে টিআরএম প্রকল্পের বাঁধ ভেঙ্গে ১৫/২০ টি মৎস্য ঘের, অর্ধশতাধিক ঘরবাড়ি ও রাস্তা তলিয়ে যাওয়ার ঘটনায় ১২ জনের নামে মামলা করেছে দূর্নীতি দমন কমিশন দুদক। গত ১৪ আগষ্ট দুদক খুলনার উপ-পরিচালক আবুল হোসেন বাদী হয়ে তালা থানায় এ মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হলেন, যশোরের সাবেক নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, ঠিকাদার আলিম আল রাজী, কেশবপুরের সাবেক উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, শফিকুল ইসলামসহ ১২ জন। এদের বিরুদ্ধে আলাদা আলাদা ৩ টি মামলা দায়ের হয়েছে। জানা যায়, গত বুধবার ভোর রাতে টিআরএম’র দোহার খাল সংলগ্ন বাঁধ ভেঙ্গে কপোতাক্ষ নদের পানি মাগুরাডাঙ্গা বিল ও মাদরা গুচ্ছগ্রামে প্রবেশ করে পানিতে তলিয়ে যায়। তবে কপোতাক্ষ নদে জোয়ারের পানি বৃদ্ধি পেলে পরা গুচ্ছগ্রাম প্লাবিত হবার আশংকা রয়েছে।
এদিকে, কপোতাক্ষ নদের পানিতে মাদরা গুচ্ছগ্রামের রাস্তা, মাধবখালী খাল ও উত্তর বিলের ১৫/২০টি মৎস্য ঘের প্লাবিত হয়েছে। এছাড়া মাদরা ও মাদরা গুচ্ছগ্রামের অর্ধশতাধিক বাড়ি ঘর ও রাস্তা পানিতে তলিয়ে গেছে। এর ফলে জনভোগান্তির সৃষ্টি হয়েছে। অতি দ্রæত বাঁধ সংস্কার করা না হলে জালালপুর ইউনিয়নের দোহার বিল, মাগুরা ইউনিয়নের মাদরা বিল ও খেশরা ইউনিয়নের কলাগাছি, রাজাপুর, বিশ্বাসের চক, হরিহরনগর ও শাহপুর বিলের শত শত মৎস্য ঘের এবং বসত বাড়ি প্লাবিত হয়ে ব্যপক ক্ষয়-ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ ব্যপারে জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু জানান, তাঁর ইউনিয়নের দোহার গ্রামে টিআরএম এর বাঁধ ভেঙ্গে পানি লোকালয়ের দিকে চলে আসে। তবে টিআরএম এর বাঁধের পানি মাধবখালী খালে পড়ে তা ভাটির টানে নিস্কাশন হয়ে যাচ্ছে। তিনি জানান, অনতিবিলম্বে বাঁধ সংস্কার না হলে কপোতাক্ষ নদের জোয়ারের পানি খাল উপচে দোহার গ্রামের মধ্যে প্রবেশ করলে ব্যপক ক্ষয়-ক্ষতি হবে।
ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় তিনি দ্রæত বাঁধ সংস্কারের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেয়ার পর সেখানে বৃহস্পতিবার সকাল থেকে বাঁধ সংস্কারের কাজ চলছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, পাখিমারা বিলে টিআরএম প্রকল্পের কাজে অনিয়ম দূর্ণীতির অভিযোগে গত ১৪ আগষ্ট দুদক খুলনার উপ-পরিচালক আবুল হোসেন বাদী হয়ে যশোরের সাবেক নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, ঠিকাদার আলিম আল রাজী, কেশবপুরের সাবেক উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, শফিকুল ইসলামসহ ১২ জনকে আসামী করে আলাদা ৩ টি মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, প্রায় ২৬২ কোটি টাকা ব্যয়ে কপোতাক্ষ নদ খনন প্রকল্পর গুরুত্বপূর্ন অংশ হচ্ছে পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়ন। এ টিআরএম প্রকল্প বাস্তবায়নে পাখিমারা বিলের চারপাশে পানি নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে ব্যপক দূর্নীতি ও অনিয়ম করা হয়। যে কারনে প্রথম থেকেই বাঁধ ভেঙ্গে যাবার আশংকা ছিল। প্রকল্পের ডিজাইন অনুযায়ী বাঁধ তৈরি না করায় ইতোপূর্বে কয়েকবার বিভিন্ন স্থানে বাঁধে ফাটল ও ভাঙ্গন দেখা দেয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ষা

৩ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ