প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল ও বর্ষা দম্পতি তাদের দুই ছেলের নামে মসজিদ নির্মাণ করেছেন। গত শুক্রবার নবনির্মিত মসজিদের উদ্বোধন করেন তারা। তাদের দুই ছেলে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিলের নামে মসজিদের নাম রাখা হয়েছে আরিজ আবরার জামে মসজিদ। বর্ষার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুর এলাকায় এই মসজিদ নির্মাণ করা হয়েছে। অনন্ত এক ভিডিও পোস্ট করে লিখেছেন, পবিত্র জুম্মার দিনে আরিজ আবরার জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠান। উল্লেখ্য, অনন্ত ব্যক্তিগত উদ্যোগে ইতোমধ্যে এতিম খানা, বৃদ্ধাশ্রমসহ নানা সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এছাড়া অসহায় পরিবার ও অসুস্থ মানুষের পাশে নিয়মিত সহযোগিতা নিয়ে দাঁড়ান। বর্ষা নিজেও বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন। এদিকে অনন্ত-বর্ষা অভিনীত দিন-দ্য ডে সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।