প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঈদে প্রচার হবে নাটক রিন ড্রামা: মিতু তোমার জন্য। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্ন। মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা ও ইরফান সাজ্জাদ। এর গল্পে দেখা যাবে, মিতুকে দেখতে এসেছে পাত্র পক্ষ। পাত্র রবিনও সাথে এসেছে। সব ঠিক মতই চলছিল, সমস্যা হলো যখন রবিবেরন বাবা বললেন, মিতুর পরিবার ঠিক তাদের লেভেলের নয়। মিতু নার্সিং ডিপ্লোমা মাত্র শেষ করেছে। চাকরিতে ঢুকবে কদিন পরে। বিয়ের আগেই তার পরিবার নিয়ে এমন অপমানজনক কথা শুনে তার আর বিয়ে করতে মন সায় দিল না। বিয়ের কথা এখানেই থেমে গেলো। মিতুর বাবা, মিতুর উপরে ভীষণ রেগে গেলেন। কারণ অ্যারেঞ্জ ম্যারেজের সময়ে এমন একটু কথা কাটাকাটি হয়ই। পাত্রী পক্ষকে সব কথা ধরলে বিয়ে করা লাগবে না। মিতু রাজি হয় না। যেই পরিবার তার পরিবারকে এবং তার প্রফেশনকে সন্মান করতে জানে না, সেই পরিবারে সে নিজেও কোন সন্মান পাবে না। মিতু এই পরিবারে বিয়ে করতে একদমই রাজি না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।